বাংলাদেশের চট্টগ্রাম জেলা প্রশাসন সুপার সাইক্লোনে রূপ নেয়া ঘূর্ণিঝড় ফনী মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ত্রান কাজে জড়িত সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত দেশী-বিদেশী জাহাজকে সর্তক থাকার নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কি.মি.। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।