অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: যুব সমাজ ও উন্নয়নের ধারা


এই ক’দিন আগেই পালিত হয়েছে আন্তর্জাতিক যুব দিবস। যুব সমাজ আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, আগের যে কোন সময়ের তুলনাতেই তেমনটাই ছিল। এখন এটা আরো গুরুত্বপূর্ণ এ কারণে যে বাংলাদেশে তো বটেই অন্যান্য আরো অনেক দেশেও বর্তমানে জনসংখ্যার বৃহত্তর অংশই এখন এই যুব সম্প্রদায় – নবীন বয়সীরা। এবং সামাজিক মাধ্যমে বিশেষ করে এই নবীনদের উপস্থিতি-তাদের ধ্যানধারণার পরিস্ফুটন অনেক বেশি করে অনূভূত হচ্ছে –পরিলক্ষিত হচ্ছে। আগামী পৃথিবী ঠিক কিভাবে রূপান্তরিত হবে, কিভাবে মূর্ত হবে তার অনেকখানিই নির্ভর করছে এই আগামী দিনের দিক নির্দেশক-স্বপ্নদ্রষ্টাদের দ্বারাই—আমাদের মতো অনেকেরই তাই ধারণা।

‘যুব সমাজ ও উন্নয়নের ধারা’-এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে ছিলেন বাংলাদেশ থেকে সংসদ সদস্য, রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রাজনীতিবীদ সমাজকর্মী ও মতাদর্শী জুনায়েদ সাকি এবং নিউইয়র্ক থেকে লেখক, সংবাদ ভাস্যকার মনিযা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন সরকার কবীরূদ্দীন।

please wait

No media source currently available

0:00 0:44:57 0:00

XS
SM
MD
LG