বাংলাদেশে ডেঙ্গু রোগের বিস্তার বাড়ছেই। ঢাকার বাইরেও দেশের বিভিন্নস্থানে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রুশা নামের ১০ বছরের একটি শিশু মারা গেছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল জেলায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।
ঢাকা ছাড়াও ফরিদপুর, ঠাকুরগাঁও, বরিশাল ও টাঙ্গাইলে গত ৩৬ ঘণ্টায় মোট ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে ২টি শিশু রয়েছে।
ডেঙ্গু আক্রান্তদের স্বজনদের মধ্যে রয়েছে তীব্র অসহায়ত্ব এবং আতংক। ডেঙ্গুর কারণে অনেকেই এ বছরের ঈদ উদযাপনের জন্য ঢাকার বাইরে যেতে পারছেন না।
ঢাকার হলিফ্যামিলি এবং বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের ২ জন চিকিৎসক বলছিলেন, ঈদযাত্রার কারণে ডেঙ্গু আরো বিস্তারের আশংকার কথা।
কর্তৃপক্ষীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় নানা ব্যবস্থা নেয়া হয়েছে বলা হলেও আসলে নগরবাসী বলছেন ভিন্নকথা। অবশ্য স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ঢাকার মোহাম্মদপুরে মশক নিধন কর্মসূচি শুরু করে বলেছেন, ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জরুরিভিত্তিতে শিগগিরই ঢাকার সর্বত্র মশক নিধনে নতুন ওষুধ ছিটানো হবে।