অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ৪টি জেলা বন্যা কবলিত


গত কয়েকদিনের প্রবল বর্ষণে এবং সীমান্তের ওপার থেকে বয়ে আসা পানির ঢলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিন-পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে জানা গেছে, নদ নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় মৌলভীবাজার, চট্টগ্রাম, ফেনী এবং খাগড়াছড়ি জেলা সমূহের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন, খেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বাড়িঘর তলিয়ে গেছে।

বন্যা দুর্গত এলাকাগুলো থেকে সংবাদদাতারা জানিয়েছেন, সেখানে বিশুদ্ধ পানি, খাদ্য এবং ঔষধের অভাব দেখা দিয়েছে।

এদিকে, ব্যাপক বৃষ্টি ও ভূমিধসের কারণে কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফে স্থাপিত রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে এ পর্যন্ত অন্তত শতাধিক পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

এক সাম্প্রতিক জরিপ শেষে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, বর্ষা মৌসুম পুরোপুরিভাবে শুরু হলে অন্তত ১ লাখ ২০ হাজার শরণার্থী বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকবে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG