আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আগামী মাসে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। শনিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার কথা জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিরোধী বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমু বলেন, আজ তারা যে সংকটের কথা বলছে- এগুলো তারাই সৃষ্টি করেছে।
১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আগামী ৯ই অক্টোবর রাজশাহী, ১০ই অক্টোবর নাটোর এবং ১৩ই অক্টোবর খুলনায় সমাবেশ করার কথা জানান।