অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৫’র মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক: আইন ও শালিস কেন্দ্র


সদ্য বিদায়ী ২০১৫’র সার্বিক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ছিল বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র।

বুধবার প্রকাশিত ২০১৫’র বার্ষিক মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০১৪ সালের মতো ২০১৫ সালও শুরু হয় রাজনৈতিক সহিংসতা দিয়ে। ২০১৫ সালে ৮শ ১২টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় ১৫১ জন নিহত এবং আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি।

আইন শৃংখলা রক্ষা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকান্ডে নিহত হয়েছেন ১৮৩ জন- যার সংখ্যা ২০১৪ সালে ছিল ১২৮ জন। গুমের স্বীকার হয়েছেন ৫৫ জন। গণপিটুনিতে নিহত হয়েছেন ১৩৫ জন, যা এর আগের বছর ছিল ১২৩ জন।

২০১৫ সালে সরকারের দমনমূলক পদক্ষেপ কিংবা উগ্রবাদী-মৌলবাদী অপতৎপরতায় মতপ্রকাশের অধিকার ও স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। সাংবাদিকদের উপর নির্যাতন, মামলা ও গ্রেফতারের ঘটনাও বেড়েছে। প্রতিবেদনে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, সীমান্ত হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

আইন ও শালিস কেন্দ্রের প্রধান সুলতানা কামাল সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেছেন। তিনি বিরোধী দলের কার্যকর ভূমিকাও প্রত্যাশা করেন।ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG