অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: মিয়ানমারের অভ্যন্তরীন পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা


মিয়ানমারের পররাষ্ট্র সচিবের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স ইয়াঙ্গুন থেকে এক খবরে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম দফায় ৩৫৪০ জনকে মিয়ানমার ২২ আগস্ট রাখাইনে প্রত্যার্বাসন শুরু করবে বলে সম্মত হয়েছে। অন্যদিকে, মিয়ানমার সেনাবাহিনীর ডিফেন্স সার্ভিস টেকনোলজিক্যাল একাডেমিতে (ডিএসটিএ) এবং পিন-ও-লুইন শহর ও এর আশেপাশের তিনটি স্থানে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোটের হামলায় ১৫জন নিহত হয়েছেন। এই বাস্তবতায় আজকের আলাপন- ‘মিয়ানমারের অভ্যন্তরীন পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা’।

আজকে অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক মো. আব্দুর রশীদ ও অভিবাসন ও শরনার্থী বিষয়ক বিশ্লেষক এবং অভিবাসন সংস্থা আইওএম এর সাবেক কর্মকর্তা আসিফ মুনীর। এছাড়া মাঠ পর্যায়ের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন সাকিল এবং ভয়েস অফ আমেরিকার রোহিঙ্গা সার্ভিসের সংবাদদাতা মোহাম্মদ রোকন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।


XS
SM
MD
LG