অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় বাংলাদেশ সীমান্তে সাম্প্রদায়িক উত্তেজনা ও অশান্তি


রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট সীমান্তে অনুমোদহীন মাদ্রাসাগুলি নিয়ে উদ্বিগ্ন নয়া দিল্লি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি -এনআইএ- খবর পেয়েছে, পঠন-পাঠনের আড়ালে এখানে উসকানিমূলক প্রচার থেকে শুরু করে কীভাবে বিভিন্ন জায়গায় সুকৌশলে গোলমাল পাকাতে হবে, তার প্রশিক্ষণ চলছে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নেতারা এখানে এসে তা শিখিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে বিস্তারিত খোঁজখবর শুরু করেছে এনআইএ। অনুমোদনহীন বেশ কয়েকটি মাদ্রাসার খোঁজ তদন্তকারী সংস্থার কর্তারা পেয়েছেন বলে জানা গেছে। সেগুলি বসরিহাটে অশান্তির ঘটনায় কতটা জড়িত এবং কীভাবে এই মাদ্রাসাগুলি চলছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্প্রতি বসিরহাটের সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় রাজ্যের পাশাপাশি কেন্দ্রও রীতিমতো চিন্তিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক খুঁজে দেখতে চাইছে, কারা এর পিছনে রয়েছে এবং রাজ্যে অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে।এই কারণে এনআইএকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। গোপনে তাদের গোটা বিষয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। যাতে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায়।

please wait

No media source currently available

0:00 0:01:12 0:00

XS
SM
MD
LG