অ্যাকসেসিবিলিটি লিংক

বিচারে বাধা দেওয়ার অভিযোগ থেকে ট্রাম্প অব্যাহতি পাননি: ম্যূলার 


যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ কৌসুলি রবার্ট ম্যুলার আজ কংগ্রেসকে জানিয়েছেন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কে তাঁর রিপোর্টে কৌঁসুলির তদন্ত প্রতিহত করার চেষ্টা করে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারে বাধা দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পাননি, যদিও ট্রাম্প দাবি করেছেন যে, তাঁকে এই অভিযোগ থেকেও অব্যাহতি দেয়া হয়।

সাক্ষ্যদান শুরু হলে প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জ্যারল্ড ন্যাডলার জানতে চান, আপনি কি সম্পূর্ণ ভাবে প্রেসিডেন্টকে অব্যাহতি দিয়েছেন? মূলারের জবাব ছিল, না এবং তারপর তিনি বলেন যে, প্রেসিডেন্টের বিরুদ্ধে যে সব কর্মকান্ড করার অভিযোগ আছে তা থেকে প্রেসিডেন্টকে অব্যাহতি দেওয়া হয়নি।

তবে ম্যুলার এ কথাও বলেন যে, ম্যুলারকে অভিযেগের কারণে অভিযুক্ত করা যাবে না কারণ বিচার বিভাগের এ রকম নীতি রয়েছে যে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা যায় না।

XS
SM
MD
LG