ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়ায় ভুয়া ভোটার রুখতে নির্বাচন কমিশনের তৎপরতা দাবি করেছিল বিরোধীরা। এবার সাপ্লিমেন্টারি তালিকা দেবে কমিশন। সব স্বীকৃত রাজনৈতিক দলকে বিনামূল্যে তালিকা দেবে কমিশন। মনোনয়ন প্রত্যাহারের ৩ দিন আগেই রাজনৈতিক দলগুলি এই তালিকা পাবে বলে নির্বাচন সূত্রের খবর।
দেশে আসন্ন লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ভুয়া ভোটার, মৃত ভোটারদের নাম বাদ দিয়ে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। গত ১৪ই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর ফের নাম তোলার সুযোগ দেওয়া হয়। দেশের বিরোধীদের দাবি ছিল, ভুয়া ভোটারদের চিহ্নিত করতে আরো তৎপর হোক কমিশন।
গত ১০ই মার্চ ভোটের দিন ঘোষনার পর নাম বাদ দেওয়া ও ভুল সংশোধন বন্ধ করে দেয় কমিশন। এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। দেশের প্রতিটি স্বীকৃত দলকে বিনামূল্যে এই তালিকা তুলে দেবে কমিশন। মনোনয়ন তুলে নেওয়ার তিন দিন আগে রাজনৈতিক দলগুলি এই তালিকা পাবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত সংশ্লিষ্ট তালিকা দেশের রাজনৈতিক দলগুলির হাতে তুলে দিলে আশা করা যায় নির্বাচন প্রক্রিয়ায় নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে পারবে নির্বাচন কমিশন।