অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস পালিত


শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানর মধ্য দিয়ে রোববার পালিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৪৮তম বিজয় দিবস।

১৯৭১ এর এ দিনে নয় মাসের ওপর চলা স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল পাকিস্তানী দখলদার বাহিনীর আত্ম সমর্পণের মধ্য দিয়ে। দিনের কর্মসূচীর সূচনা হয় সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাঈয় ঐক্য ফ্রন্টের নেতা ড. কামাল হোসেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষের ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে।

দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা, বিজয় মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে সরব ছিল এবারের বিজয় দিবস। ফেনীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোন অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবেনা।

অপরদিকে ঢাকায় বিশাল এক বিজয় মিছিলের প্রাক্কালে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত প্রতিকূলতাই আসুক ঐক্য ফ্রন্ট নির্বাচনের মাঠ কখনোই ত্যাগ করবে না।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG