বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেয়া রায়ের প্রতি ইঙ্গিত করে বলেছেন যারা মানুষের ওপর অত্যাচার করে তাদের বিচার এমনই হয়।
বৃহস্পতিবার বরিশালে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কোর্ট রায় দিয়েছে সেখানে সরকারের কিছু করার নাই। তিনি আওয়ামী লীগ এবং জোটের প্রার্থীদের আগামী ডিসেম্বরের সংসদ নির্বাচনে ভোট দানের আহ্বান জানিয়ে বলেন ওই লুটপাটকারি, দুর্নীতিবাজ, জঙ্গিবাজ, সন্ত্রাস সৃষ্টিকারী এবং এতিমের টাকা যারা লুটে খায় তাদের স্থান বাংলার মাটিতে হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই হচ্ছে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকা। শেখ হাসিনা তাঁর সরকারের আমলের সময় বিভিন্ন খাতে উন্নয়নের বিবরণ তুলে ধরেন। এর আগে সকালে পটুয়াখালী জেলার লেবুখালীতে প্রধানমন্ত্রী দেশের ৩১ তম সেনানিবাস উদ্বোধন করেন।