অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের অন্যান্য জায়গার মত বাংলাদেশে শনিবার পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস


বিশ্বের অন্যান্য জায়গার মত বাংলাদেশে শনিবার পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশর সকল মানুষ সাক্ষরতার জ্ঞান নিয়ে নিজেদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সরকারি এবং বেসরকারি ভাবে বিভিন্ন সংস্থা, সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দেশব্যাপী আলোচনা, সেমিনার এবং বর্ণাঢ্য রেলির মাধ্যমে দিবসটি পালন করেছে। সরকারি হিসেবে বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হাত প্রায় ৭৩ শতাংশ যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয়। বাংলাদেশের চেয়ে এ ক্ষেত্রে এগিয়ে আছে মালদ্বীপ ও শ্রীলংকা এবং পিছিয়ে আছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং আফগানিস্তান ।

বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নিয়ে ভয়েস অব অ্যামেরিকার সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মালেক।(Actuality)।

ড: আব্দুল মালেক বলেন সাক্ষরতার মুল লক্ষ হতে হবে দক্ষ শ্রম শক্তি তৈরি । তবেই সাক্ষরতার মুল লক্ষ অর্জিত হবে বলে তিনি মনে করেন।

please wait

No media source currently available

0:00 0:05:37 0:00

XS
SM
MD
LG