জাপানের ওসাকায় বিশ্বের ১৯টি বৃহৎ রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সংগঠন জি-টুয়ন্টির যে শীর্ষ বৈঠক হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ বিশ্বের বড় বড় নেতারা যোগ দিয়েছেন। এবারের এই শীর্ষ সম্মেলনকে নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষত বিশ্ব অর্থনীতি ও বানিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা এই সম্মেলনে প্রাধান্য পাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজ টেলিফোনে ভয়েস অফ আমরিকার আনিস আহমেদের সঙ্গে সরাসরি কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ।