বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুই বৈমানিক সহ রোববার রাতে বিধ্বস্ত হওয়ার পর নিহত ওই দুই বৈমানিকের মৃতদেহ সোমবার ভোরে উদ্ধার করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর নিহত দুই বৈমানিকের পরিচয় জানিয়ে বলেছে, তাঁরা হলেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ।
যশোর বিমান ঘাটি থেকে উড্ডয়নের কিছুক্ষনের মধ্যেই কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ উড়োজাহাজটির সাথে নিয়ন্ত্রণকক্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগির পাঠান জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পরই খবর পাওয়া যায় যে বিমানটি যশোর বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে আকাশে বিধ্বস্ত হয়ে বুকভরা বাঁওড়ের পানিতে পড়েছে।
মধ্য রাতের পরই উদ্ধার কাজ শুরু হয়। এদিকে, দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।