গাজীপুরের বাড়ীয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় লাক্সারি কোম্পানীর একটি ফ্যান কারখানায় অগ্নিকান্ডে কমপক্ষে ১০ জন মারা গেছেন। রোববার সন্ধ্যায় ওই আগুন লাগে বলে গাজীপুরের দমকল বিভাগ জানিয়েছে। ওই ফ্যান কারখানার পাশে বাড়ি এমন একজন এলাকাবাসী দীপু সাহা ভয়েস অফ আমেরিকাকে কিছু সময় আগে সবশেষ পরিস্থিতি সম্পর্কে বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।
জেলা ও স্থানীয় প্রশাসন এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। দমকল বাহিনী জানিয়েছে, তারা আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি। যারা মারা গেছেন তারা সবাই কারখানার শ্রমিক এবং বিভিন্ন বিভাগে কাজ করতেন।