আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এর নির্বাচনী কর্মকর্তাদের এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনের তিনজন নির্বাচন কমিশনারই ভোটারদের বিশ্বাস ও আস্থাকে সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, খুলনা, বরিশাল ও গাজীপুরের মতো ঘটনার পুনরাবৃত্তি তিনি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে দেখতে চান না। তিনি বলেন, নির্বাচন ভূলুন্ঠিত হলে, গণতন্ত্র লুন্ঠিত হয়ে যায়। আমরা গণতন্ত্রের শোকযাত্রায় শামিল হতে চাই না। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এই নির্বাচনে জিরো টলারেন্স দেখানো হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন আইনগতভাবে স্বাধীন, কিন্তু বাস্তবে সেই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দী।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন, আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, দল দেখে প্রার্থীদের প্রতি আচরণ করা হবে না।