অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্টের ব্যাপারে বাংলাদেশ ও ভারত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে


বাংলাদেশে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর এবং নৌপথ ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ভারতীয় পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্টের ব্যাপারে বাংলাদেশ ও ভারত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

আগামী জানুয়ারি থেকেই বাংলাদেশের পথ ব্যবহার করে ভারতীয় পণ্যের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের নৌপরিবহন সচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠকে।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশের নৌ পরিবহন সচিব আব্দুস সামাদ জানান, দুই পর্যায়ে পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চলবে।

ভারতীয় নৌ পরিবহন সচিব গোপাল কৃষ্ণ বলেন, পরীক্ষামূলক ব্যবস্থা শেষেই চ‚ড়ান্ত কার্যক্রম শুরু হবে।

প্রথমে নৌবন্দর হিসেবে বাংলাদেশের আশুগঞ্জকে ব্যবহার করা হবে। ২০১৪ সালে মানবিক কারণে প্রথমবারের মতো আশুগঞ্জ নৌবন্দরকে ৩৫ হাজার টন মালামাল পরিবহনের জন্য ভারতকে অনুমতি দিয়েছিল বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের আরও তিনটি নৌবন্দরকে ট্রান্সশিপমেন্টের জন্য ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG