ভারতের জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ্ আর মেহবুবা মুফতির বিরুদ্ধে নতুন কঠোর অভিযোগ তুলে তাঁদের আটক কাল আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ্, তাঁর ছেলে ওমর আবদুল্লাহ্ আর পিপলস ডেমোক্রাটিক পার্টি পিডিপি'র মেহবুবা মুফতিকে গত বছর ৫ই অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তির পর থেকেই বিনা কারণে ও বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। কিন্তু ভারতে কোনও রাজনৈতিক নেতাকে এ ভাবে ছ'মাসের বেশি আটকে রাখা যায় না বলে গতকাল ওমর আর মেহবুবার বিরুদ্ধে জন নিরাপত্তা আইন "পিএসএ" প্রয়োগ করা হয়েছে। এই কঠোর আইন বলে কাউকে দু'বছর পর্যন্ত বিনা বিচারে বন্দি করে রাখা যায়।
৮২ বছর বয়েসি ফারুক আবদুল্লাহর বন্দিদশার মেয়াদ অবশ্য পিএসএ'র আওতাতেই আর একটু নমনীয় ধারায় তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল গত ডিসেম্বর মাসের মাঝামাঝি। এই বর্ষীয়ান সাংসদের মুক্তির দাবিতে সংসদের বিরোধী নেতারা দিন দুয়েক আগেই লোকসভা ও রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন।