অ্যাকসেসিবিলিটি লিংক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশী রয়েছেন


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে সবশেষ পাওয়া খবর অনুযায়ী ৫ জন বাংলাদেশী রয়েছেন এবং তাদের নাম পরিচয় পাওয়া গেছে।

ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সোমবার শেষ বিকেলে এক সংবাদ সম্মেলনে এবং নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারী কনসাল শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, এখনও একজন বাংলাদেশী নিখোজ রয়েছেন এবং আহতাবস্থায় চিকিৎসাধীন একজনের অবস্থা সংকটাপন্ন। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন নিহত ৫ জন বাংলাদেশীর পরিচয় জানান।

পররাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ড সফরে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশীদের সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ড কর্তৃপক্ষ নিহতদের নিকটাত্মীয়ের কাছেই মরদেহ হন্তান্তর করতে চায়। আর এ কারণে ওই দেশটির কর্তৃপক্ষ নিহতদের প্রতিপরিবারের একজন নিকটাত্মীকে নিউজিল্যান্ডে যাবার অনুমতি দেবে।

নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারী কনসাল শফিকুর রহমান ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সোমবার শুরুর কথা থাকলেও তা শুরু হয়নি। তাছাড়া কতোজন নিহত হয়েছেন আনুষ্ঠানিকভাবে তার তথ্যও ওই দেশটির কর্তৃপক্ষ এখনো দেয়নি।

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো ক্রাইস্টচার্চের ঘটনায় গভীর শোক জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সোমবার বাংলাদেশ সময় সকালে টেলিফোন করেছেন। এ সময় দুই প্রধানমন্ত্রী সন্ত্রাস মোকাবেলায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।

please wait

No media source currently available

0:00 0:03:28 0:00

XS
SM
MD
LG