অ্যাকসেসিবিলিটি লিংক

বনানীর আগুনে প্রাণহানীর সংখ্যা ২৫, ৭৩ জন হাসপাতালে


পুরনো ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা - যাতে প্রাণ হারিয়েছিলেন ৭১জন, সেই ঘটনার মাত্র ৩৭ দিনের মাথায় বৃহস্পতিবার আবারো বনানী এফআর টাওয়ারের আগুনে প্রাণহানীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ২৫ জনে। আর এতে ৭৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত সবার পরিচয় পাওয়া গেছে এবং ইতিমধ্যে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, হত্যাকান্ড। ঢাকা উত্তরের মেয়র দমকলবাহিনীর প্রধান ও বিশেষজ্ঞগণ সবাই দুর্ঘটনায় এত প্রাণহানী ও ক্ষয়ক্ষতির জন্য ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক এবং নিরোধক ব্যবস্থা ছিল না বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, ভবনটির নকশাও ছিল ত্রু টিযুক্ত। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও অন্যান্য বিষয় খুঁজে বের করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবনটিতে দমকলকর্মীরা এখনো তল্লাশী অভিযান চালাচ্ছেন। পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। বনানীর ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ।

২০১০ সালে নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডে নিহত হয়েছিলেন ১২৪ জন। ২০১২ সালে আশুলিয়ায় তাজরীন ফ্যাশন্স নামে গার্মেন্টেস-এ অগ্নিকান্ডের ঘটনায় নিহত হয়েছিলেন ১১৭ জন, চকবাজারের ঘটনায় ৭১। আর বনানীর এফআর টাওয়ারের ঘটনায় নিহত হয়েছেন এ পর্যন্ত ২৫ জন। মানবসৃষ্ট এসব প্রাণঘাতী ঘটনা ঘটেই চলেছে; আর কর্তৃপক্ষ বারবার ওয়াদা দিয়ে যাচ্ছেন কার্যকরী ব্যবস্থা গ্রহণের। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
বনানীর এফআর টাওয়ারের ঘটনায় ঢাকা উত্তরের মেয়র, দমকলবাহিনীর প্রধান, বিশেষজ্ঞসহ সবাই বলছেন, ভবনটির ত্রুসটি এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার কথা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনকালে বললেন, ভবনটিতে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকার কথা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ওই বিশ্ববিদ্যালয়েরই দুর্যোগ ব্যবস্থাপনা ও গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নগরপরিকল্পনাবিদ ড. মেহেদী আহমেদ আনসারী ভয়েস অব আমেরিকাকে বললেন, ভবনটির নানাবিধ ত্রু টি বিচ্যুতি সম্পর্কে।
ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, এভাবে আর অনিয়ম চলতে দেয়া যায় না।
ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী শ ম রেজাউল করিম বনানী দুর্ঘটনা, অতীত দুর্ঘটনাসমূহ ও ভবিষ্যতে তাদের মন্ত্রণালয়ের পরিকল্পনাসহ বিস্তারিত জানিয়ে বলেন, এবার কঠিন-কঠোর ও কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG