মালোয়েশীয় কর্তৃপক্ষ বৈধ কাগজপত্রবিহীন অবস্থায় অবস্থানকারী বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত টানা পাকড়াও অভিযান শেষে - এবার অবৈধ বিদেশী শ্রমিকদের ওই দেশ থেকে বিতারণে নতুন কর্মসূচি গ্রহণ করেছে।
মালোয়েশীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে ‘ব্যাক ফর গুড’ অর্থাৎ ’’ভালোয় ভালোয় একেবার বিদায় হওয়া’’ কর্মসূচির কথা ঘোষণা করেছে। সংবাদ মাধ্যম বলছে, মালোয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রি মহিদ্দিন ইয়াসিন শুক্রবার বলেছেন, ১ আগষ্ট থেকে ওই কর্মসূচি শুরু হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর পরেও যারা থেকে যাবেন, তাদের কঠিন ব্যবস্থার মুখোমুখি হতে হবে। মালোয়েশীয় সরকারের এ সিদ্ধান্তের কারণে বর্তমানে ওই দেশটিতে অবস্থানরত ২ লাখের বেশি বৈধ কাগজপত্রহীন বাংলাদেশী শ্রমিককে মালয়েশিয়া ত্যাগ করতে হতে পারে। ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা মনিরুস সালেহীন ঢাকায় সংবাদমাধ্যমকে বলেছেন, নির্ধারিত সময়ের পরে দেশটির কর্তৃপক্ষ কঠোর অভিযান চালাতে পারে। বর্তমানে ৮ লাখের বেশি বাংলাদেশী মালয়েশিয়া রয়েছেন।