লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়ার ভূমধ্যসাগর উপকূলে নৌকা ডুবে অন্তত ৪০ জন বাংলাদেশী নিহতের ঘটনায় জড়িত বাংলাদেশী মানব পাচার চক্রের তিন সদস্যকে বাংলাদেশের র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন বা র্যাব গ্রেফতার করেছে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতের পরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব শুক্রবার বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইউরোপে মানব পাচারের ৫টি চক্রের সন্ধান পেয়েছেন। পাচারকারীরা ইউরোপে পাচারের তিনটি পথ যেমন তুরস্ক, লিবিয়া ও তিউনিশিয়ার পথ ব্যবহার করে থাকে এবং এক্ষেত্রে মধ্যবর্তী দেশ হিসেবে ভারত অথবা শ্রীলংকাকে ব্যবহার করা হয়। র্যাবের গণসংযোগ বিভাগের পরিচালক মুফতী মাহমুদ খান শুক্রবার সাংবাদিকদের বলেন, ইউরোপে যাবার জন্য প্রতিজনকে ৮ থেকে ৯ লাখ টাকা দিতে হয় এই পাচার চক্রকে। এর মধ্যে সমুদ্র পথে রওনা দেয়ার আগেই কমপক্ষে ৫ লাখ টাকা আগাম দিতে হয়। র্যাব বলছে, মানব পাচার চক্রের ৪০৯ জনকে গেল কিছুদিন সময়ে আটক করা হয়েছে।