অ্যাকসেসিবিলিটি লিংক

সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার ঢাকায় পৌঁছাবে


বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছাবে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।

দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করে সৈয়দ আশরাফ বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকার, আওয়ামী লীগ এবং বিএনপি ও ঐক্য ফ্রন্টের নেতারা।

১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশ সরকারে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র সৈয়দ আশরাফ তাঁর দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ২০০৯ সাল থেকে দুই দফা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর ২০১৬ সালে দলের প্রেসিডিয়াম সদস্য হন। তিনি কিশোরগঞ্জ ১ আসন থকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ দফা সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিন দফায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত সৈয়দ আশরাফ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG