অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: রোহিঙ্গা সমস্যা ও জাতিসংঘের ভূমিকা


জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে চার দফা প্রস্তাব তুলে ধরবেন।


আর সে প্রস্তাব সম্পর্কে এরই মধ্যে ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসি এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘রোহিঙ্গা ক্রাইসিস: এ ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে শেখ হাসিনা কথাও বলেছেন। কি হতে পারে প্রস্তাবগুলো, এর বাস্তবায়ন কি সম্ভব, সেই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের ভূমিকার বিশ্লেষণ জানতেই আজকের আলাপন।


আজকে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আমেনা মহসিন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিটিক্স এন্ড গর্ভনেন্স এর অনারারি ফেলো ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়া আজকের আলাপনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রোকেয়া হায়দার। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন আনিস আহমেদ ও তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:36:03 0:00


XS
SM
MD
LG