অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের আপিল বিভাগ: অর্থ পাচার মামলা হালকাভাবে দেখার সুযোগ নেই


বাংলাদেশ হাইকোর্ট- ফাইল ফটো- এএফপি
বাংলাদেশ হাইকোর্ট- ফাইল ফটো- এএফপি

বাংলাদেশের উচ্চ আদালতের আপিল বিভাগ মন্তব্য করেছেন, অর্থ পাচার মামলা হালকাভাবে দেখার সুযোগ নেই। বর্তমান অবস্থায় অর্থপাচার একটি বিশেষ ধরনের অপরাধ। ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের জামিন বিষয়ে শুনানিকালে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ মন্তব্য করেন। আদালত ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে পৃথক চার মামলায় হাই কোর্টের দেওয়া জামিন বাতিল করেন। একইসঙ্গে মামলা চারটি এক বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। জয় গোপালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, অর্থপাচার মামলা নিয়ে আপিল বিভাগ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আদালত বলেছেন, "বর্তমান অবস্থায় অর্থপাচার একটি বিশেষ ধরনের অপরাধ। এ অপরাধে দায়ের করা মামলা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আদালতের এ পর্যবেক্ষণ মানি লন্ডারিং মামলায় অন্যান্য আসামিদের জামিন শুনানির সময় আমরা হাই কোর্টে উপস্থাপন করব।"

১৮ আগস্ট ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারকে পৃথক চার মামলায় জামিন দেয় হাইকোর্ট। পরে জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

XS
SM
MD
LG