জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সদস্যদের সাহায্যপুণে থেকে তিন বাংলাদেশীকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা অ্যান্টি টেরারিজম স্কোয়াড (এটিএস) আধিকারিকরা। করার অভিযোগে ধৃতরা জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং অন্যান্য সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন এটিএস-এর এক আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, ‘ধৃত তিন বাংলাদেশী নাগরিক গত পাঁচ বছর ধরে অবৈধভাবে ওয়ানাভাড়ি ও আকুড়ডি অঞ্চলে বাস করছিল। তাদের কাছে কোনও বৈধ নথি নেই। তাদের বয়স পঁচিশ থেকে একত্রিশ বছরের মধ্যে। তাদের বাড়ি খুলনা ও শরিয়াতপুরে।’এটিএস সূত্রে খবর,গোপনসূত্রে খবর পেয়ে ওয়ানাভাড়িতে অভিযান চালিয়েএক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়। সে জেরায় জানায়, আকুড়ডিতে আরও দুই বাংলাদেশী অবৈধভাবে বাস করছে। তাদেরও গ্রেফতার করা হয়। তদন্তে জানা গিয়েছে, ধৃতরা নির্মাণক্ষেত্রে শ্রমিকের কাজ করত। তারা জাল নথির সাহায্যে প্যান, আধার কার্ড ও সিম কার্ড জোগাড় করেছিল। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো পঁয়ষট্টি ও চারশো একাত্তর ধারায় মামলা দায়ের করা হয়েছে। গত তিনদিন আগেই পানভেল থেকে গ্রেফতার হওয়া ছয় বাংলাদেশীর সঙ্গে এই তিনজনের যোগ আছে কি না, সেটা জানার চেষ্টা চলছে এটিএস সূত্রের খবর।