বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ভূমিকার জন্য ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন আরসিবিসি এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে মামলা করার বিষয়ে তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ এইচ এম রাজী হাসান বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নিউইয়র্কে এই মামলা করা হবে। তিনি বলেন, মামলার বাদী হিসেবে বাংলাদেশের সঙ্গে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষও থাকবে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে একটি হ্যাকিং গ্রুপ নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের আরসিবিসিতে স্থানান্তর করে। পরে ওই অর্থ অতি ধ্রুত ফিলিপিন্সের কেসিনো শিল্পে ব্যয় করা হয়।
এ ঘটনায় আরসিবিসিকে ২০ কোটি ডলার জরিমানা করেছে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক। জরিমানার ওই অর্থ তারা পরিশোধ করলেও বাংলাদেশকে তার পাওনা অর্থ ফেরত দিতে তারা রাজি হয়নি।