অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ব্যাংকের ১৭ জন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি


বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ওই ব্যাংকের জড়িত কর্মকর্তাদের যথাযথভাবে চিহ্নিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ১৭ জন কর্মকর্তার দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। তবে এই কর্মকর্তাদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রেখেছে পুলিশের ওই গোয়েন্দা সংস্থা।

আরও কোনো কর্মকর্তা জড়িত ছিলেন কিনা ব্যাপারে তদন্ত এখনো অব্যাহত আছে। সন্দেহের তালিকায় থাকা দুএকজন কর্মকর্তা ইতোমধ্যে বিদেশ যাওয়ার উদ্যোগ নিলেও তাদের যেতে দেয়া হয়নি।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের কোটি ১০ লাখ ডলার লোপাট হওয়া অর্থের মধ্যে ফিলিপাইন কর্তৃপক্ষ মাত্র দেড় কোটি ডলার ফেরত দিয়েছে পর্যন্ত। বাকি অর্থ ফেরত পাওয়া যাবে এমন আশাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG