বাংলাদেশের কোন এয়ারলাইন্স বা বিমান সংস্থা বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট গ্রুপের কোন বিমান পরিচালনা করতে পারবে না বলে নির্দেশ জারি করেছে বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি। এই নির্দেশনামায় যে দুটো ৭৩৭ ম্যাক্স ৮ এই পর্যন্ত বিধ্বস্ত হয়েছে তার তদন্ত রিপোর্ট প্রকাশ এবং তা পর্যালোচনার আগ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে সংস্থাটির পরিচালক উইং কমান্ডার জিয়াউল কবীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। রোববার ইথিওপিয়ান এয়ারলাইনের একটি ৭৩৭ ম্যাক্স ৮ বিমান বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
এদিকে, বাংলাদেশের বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন ৭৩৭ ম্যাক্স গ্রুপ একটি বিমান লীজ নেয়ার জন্য চুক্তি করেছিল। বেসরকারী এই বিমান সংস্থা প্রধান ইমরান আসিফ ভয়েস অব আমেরিকাকে কর্তৃপক্ষীয় নির্দেশের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তদন্তে যদি ৭৩৭ ম্যাক্স এর কোন ত্রুটি ধরা পরে তবে তারা তাদের লীজ চুক্তি বাতিল করবেন।