অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের  সঙ্গে করা ৪টি চুক্তিই বাংলাদেশের স্বার্থ বিরোধী: বিএনপি


বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সরকার ভারতের সঙ্গে যে চারটি চুক্তি করেছে তার সবগুলোই দেশের স্বার্থ বিরোধী এবং এ সকল চুক্তির কারণে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবেন।

শনিবার ঢাকায় এক সমাবেশে তাঁরা এমন বক্তব্য দিয়ে বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ দেশের স্বার্থ রক্ষায় এসকল চুক্তির বিষয়ে ভিন্নমত পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছিলেন। এ কারনেই তাঁকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ জিহাদের রক্ত দানের মাধ্যমে যেমন স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, তেমনি আবরারের রক্ত দানের মাধ্যমে বর্তমান আধিপত্যবাদের পতনের সূত্রপাত হল। তিনি গনতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান। বিএনপি'র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সমাবেশে আসার পথে তাঁদের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে করা সাম্প্রতিক চুক্তি সমূহের যারা সমালোচনা করছেন তাদের ‘জ্ঞানপাপী' বলে আখ্যায়িত করে বলেন তারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG