অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর


বাংলাদেশে কারাবন্দী বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুপুর ১টা নাগাদ তাকে নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়- কড়া নিরাপত্তার মধ্যে। গাড়ি থেকে নামার পরে তাকে হুইল চেয়ারে করে কেবিনে নেয়া হয়। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং চিকিৎসকরা চিকিৎসা শুরু করেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার হাতে ও পায়ের জয়েন্টে ব্যাথা, উচ্চ মাত্রার ডায়াবেটিকস, তিনি নিজে হাঁটাচলা করতে পারেন না অন্যের সাপোর্টে তাকে হাঁটতে হয়। তার ঘুমও কম হচ্ছে।

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন।

গত অক্টোবরেও খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালে এক মাস ধরে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালের সামনে বিএনপি কর্মীরা বিক্ষোভ করেছেন। হাসপাতাল ও আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG