আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় তিথি। রবিবার সকাল ৮ টায় বাংলাদেশে, ঢাকার কমলাপুর বৌদ্ধ বিহার থেকে শোভা যাত্রা বের করা হয়। বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে দিনব্যাপি অনুষ্ঠানের মাধ্যমে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন-গৌতম বুদ্ধের অনুসারীরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন যায়গায় মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য জ্ঞানের চর্চা করেছেন। এর আগে বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া অনুষ্ঠানের উদ্ভধোন করে বলেন-ধর্মের মধ্যে দিয়ে মানুষ তার মানবতাবোধকে খুঁজে পায়। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ শান্তির বানী প্রচার করেছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। গৌতম বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্ম গ্রহন করায় এই দিনটি বৌদ্ধদের জন্য অত্যান্ত সৌভাগ্যের বলে পরিগণিত ।