বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনগণকে এই বলে আশ্বস্ত করেছেন যে, ভ্যাট বাড়লেও বাজারে পণ্যের দাম বাড়বে না।
শুক্রবার ঢাকায় বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এমন আশ্বাস দিয়ে বলেন, বাজেটের
কারণে নয়, দুর্যোগের প্রভাবে চালের দাম বেড়েছে।
এদিকে, গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে অর্থমন্ত্রীর তরফে সুনির্দিষ্ট কোনও দিক নির্দেশনা নেই।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০১৭-১৮ অর্থবছরের যে বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন সে বিষয়ে সিপিডি এক সংবাদ সম্মেলনে বলেছে, রাজস্ব আদায় বাড়াতে যেসব পদ্ধতির কথা বাজেটে এসেছে, তাতে উৎপাদন ব্যয় ও ভোক্তা ব্যয় বাড়বে এবং সে কারনে আগামী বছর মূল্যস্ফীতিও বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে মধ্য ও নিম্ন মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থাটির সন্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
সিপিডি বলছে, বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব এবং অনুমান নির্ভর। ঢাকা থেকে জহুরুল আলম।