অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকাগামী যাত্রী বোঝাই বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ১৮ জন নিহত এবং ৩৫ জন আহত হন


সড়ক দুর্ঘটনার অব্যাহত ভয়াবহতায় শনিবার ২৪ ঘন্টারও কম সময়ে দেশের ১০টি জেলায় সড়কে পৃথক পৃথক ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত এবং কমসেকম ১৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশ কিছু যাত্রী গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে সড়ক নিরাপত্তা বিষয়ক নজরদারী সংস্থা- যাত্রী কল্যাণ সমিতি পৃথক এক প্রতিবেদনে বলেছে, শনিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ১৫টি জেলায় সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায়। ঢাকাগামী যাত্রী বোঝাই একটি বাস মহাসড়কের পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়, আর এতে কমপক্ষে ১৮ জন নিহত এবং ৩৫ জন আহত হন। চালক ঘুমিয়ে পড়েছিল বলে পুলিশ বলছে। এছাড়া রংপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন, নাটোর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, ফরিদপুর, লক্ষীপুর ও পাবনায় দুইজন করে এবং সাভার ও চুয়াডাঙ্গা একজন করে নিহত হন। যাত্রী কল্যাণ সমিতি জানায়, এ বছরের ঈদ যাত্রায় এ পর্যন্ত কমপক্ষে ২৯০ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:05:01 0:00

XS
SM
MD
LG