অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে উপজেলা নির্বাচনে কয়েকটি বড় দল অংশগ্রহন না করায় হতাশ সিইসি


বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আসন্ন উপজেলা নির্বাচনে কয়েকটি বড় রাজনৈতিক দল অংশ না নেয়ার সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন। শনিবার ঢাকায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় নূরুল হুদা এমন মন্তব্য করে বলেন, নির্বাচন কমিশন (ইসি) সবসময় চেয়েছে নির্বাচন প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক হবে।

সিইসি আশা প্রকাশ করেছেন যে, সার্বিকভাবে অংশগ্রহণ মূলক না হলেও উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর শরিক দলগুলো উপজেলা নির্বাচনে অংশ নিলেও বিএনপি, জাতীয় ঐক্য ফ্রন্ট, বাম গণতান্ত্রিক মোর্চাসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তা বর্জনের ঘোষণা দিয়েছে।

৮৭টি উপজেলায় ১০ই মার্চ ভোট গ্রহণের মধ্যমে শুরু হচ্ছে পঞ্চম উপজেলা নির্বাচন এবং পাঁচ ধাপে জুন মাসের মধ্যে তা শেষ করার সময়সূচী ঘোষণা করেছে ইসি।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG