বাংলাদেশে যথাযথ মর্যাদায় সারাদেশে বৃহস্পতিবার পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতিয় শিশু দিবস।
এ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্প স্তবক অর্পণ করেন।
বৃহস্পতিবার ছিল সরকার ছুটির দিন। সরকার, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা, শিশুদের চিত্রাঙ্কন, রক্ত দানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করেছে।
এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় এক শিশু সমাবেশে প্রধানমন্ত্রী বলেন তাঁর সরকার শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ তৈরিতে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি শিশুদের সুষ্ঠু ভাবে গড়ে উঠার জন্য তাদের বিভিন্ন পরামর্শ দেন। ঢাকা থেকে জহুরুল আলম।