অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ত্রিপুরা এলাকায় সম্প্রতি নয়টি  শিশু মৃত্যুর কারণ হাম বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা


বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলার দুর্গম পাহাড়ি ত্রিপুরা এলাকায় সম্প্রতি যে নয়টি শিশু অজ্ঞাত রোগে মারা গিয়েছিল তাদের মৃত্যুর কারণ হাম বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা । সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল কালাম আজাদ বলেন এই ত্রিপুরা এলাকায় মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে এতদিন বঞ্চিত ছিল এবং এখানকার শিশুদের কোনও দিন কোনও টিকা দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর মৃত ও হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে এসব শিশু হামের জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছিল। এ সকল শিশুরা অপুষ্টিতেও ভুগছিল বলে দাবি করেন মহাপরিচালক। তিনি শিশু মৃত্যু এবং ত্রিপুরা পাড়ার মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে এতদিন বঞ্চিত থাকার জন্য দুঃখ প্রকাশ করেন।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG