অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারকে সমর্থন জানানো চীনের ‘দ্বিচারিতারই’ পরিচায়ক: বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী


বর্তমানে বিশ্বের অন্যতম সমস্যা রোহিঙ্গা ইস্যুকে নিয়ে চীনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, একদিকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশে সাহায্য পাঠানো আর অন্যদিকে সঙ্কট সমাধানে বসা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রোহিঙ্গারদের নির্যাতনের বিষয়ে মিয়ানমারকে সমর্থন জানানোকে চীনের ‘দ্বিচারিতারই’ পরিচায়ক।

এ ধরনের ‘দ্বিচারী' আচরণ কোনোভাবেই সমর্থন যোগ্য নয় মন্তব্য করে দেশটি এমন আচরণ থেকে সরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। ওবায়দুল কাদের আরো আশা করেন যে মানবতার কথা বিবেচনা করে রাশিয়াও মিয়ানমারকে সমর্থন দেয়া বন্ধ করবে।

অন্যদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গা সংকটের সমাধান হচ্ছে না।

এদিকে, বৃহস্পতিবার কক্সবাজার জেলার ইনানি সৈকতের কাছে মিয়ানমারের রাখাইন থেকে বহন করে নিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীসহ একটি নৌকা ডুবে গেলে সাগর থেকে এ পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG