গত কয়েকদিন যাবত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলা মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও শৈত্যপ্রবাহ এই মুহূর্তে চলে যাওয়ার সম্ভাবনা নাই বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের উপ-পরিচালক আয়েশা খাতুন। বিশেষজ্ঞরা জানিয়েছেন চলতি শৈত্য প্রবাহটি সাইবেরিয়া থেকে বয়ে এসে হিমালয় পর্বতমালায় ধাক্কা খেয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিকে, তীব্র শৈত্য প্রবাহের কারনে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সৃষ্টি হওয়া পরিস্থিতি মনিটর করার জন্য ২০টি জেলায় সমসংখ্যক কর্মকর্তার অধীনে ২০ টি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেছেন ওই সকল জেলায় জরুরী ভিত্তিতে বিতরনের জন্য সোমবার এক লাখ কম্বল এবং ৮০ হাজারপ্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও কম্বল পাঠানো হবে বলে তিনি জানান।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।