অ্যাকসেসিবিলিটি লিংক

বিদায়ী ২০১৭ সালে বাংলাদেশে বিদ্যমান সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির অবনতিশীল অবস্থা নিয়ে আলোচনা


বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব মোতাবেক, অপহরণ, গুম, বিচার বর্হিভূত হত্যাকান্ড, গণপিটুনিতে হত্যা, নানা ধরনের নির্যাতন, বাক-ব্যক্তি স্বাধীনতা, আইন-শৃংখলা পরিস্থিতিসহ সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির এক অবনতিশীল অবস্থা বিদ্যমান ছিল বিদায়ী ২০১৭ সালে। বিশেষ করে গুম, অপহরণের ঘটনাগুলোই ছিল বিদায়ী বছরের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। সাধারণ মানুষ এসব নিয়ে বেশী মাত্রায় উদ্বিগ্ন ছিলেন। কয়েকজন সাধারণ মানুষ ভয়েস অব আমেরিকার কাছে সেসব কথাগুলোই বলছিলেন-নাম-পরিচয় গোপন রাখার শর্তে।
সাধারণ মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতার আশংকা এবং বিদায়ী বছরের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন বিশিষ্ট আইনবিদ এবং সুপ্রীমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।

please wait

No media source currently available

0:00 0:08:09 0:00

XS
SM
MD
LG