অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলতে কলম্বো যাচ্ছে


বাংলাদেশ ক্রিকেট দল দুটি টেস্ট খেলতে সোমবার কলম্বো যাচ্ছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, “আমি বলবো না যে, খুব ভালো প্রস্তুতি হয়েছে। যারা লাল বলে খেলেছে, তাদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে। যারা সাদা বলে খেলছে, তারা অনেক দিন ধরে খেলছে। জানে কীভাবে (লাল বলে মানিয়ে নিতে) কী করতে হয়।”

এদিকে, বাংলাদেশের অন্যতম দুই অস্ত্র সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এবার দলে নেই। আইপিএলে খেলার জন্য দুই ম্যাচের এই টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এই সিরিজের জন্য ম্যানেজমেন্টের ভাবনায় না থাকায় মুস্তাফিজুর রহমানও ভারতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গেছেন। সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, দু-একজনের কথা না ভেবে বেশি জরুরি দলগত পারফরম্যান্সের কথা ভাবা।

বাংলাদেশ সবশেষ ৯ টেস্টের আটটিই হেরেছে। দেশের বাইরে সবশেষ পাঁচ টেস্টে ইনিংস ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের এই টেস্ট সফর নিয়ে বিস্তারিত জানতে তাওহীদুল ইসলাম যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মানজুর মোর্শেদের সঙ্গে কথা বলেন।

please wait

No media source currently available

0:00 0:05:06 0:00


XS
SM
MD
LG