বাংলাদেশে পুলিশের সাথে পৃথক দুইটি কথিত বন্দুক যুদ্ধে দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশের তরফে জানা গেছে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা এলাকায় এবং ফেনী জেলার খুশিপুরে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ফতুল্লার আলামিন নগরে ছিনতাইকারীদের সাথে বন্দুক যুদ্ধে পারভেজ নামের এক ব্যক্তি নিহত হন। পুলিশ আরো জানিয়েছে, পারভেজের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
এদিকে, ফেনী জেলার খুশিপুরে অপর এক বন্দুক যুদ্ধে মুছা আলম মাসুদ নামের এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মাসুদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও ডাকাতির কয়েকটি মামালা রয়েছে।
বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থার দেয়া তথ্য মতে, ২০১৮ সালের এ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে, এনকাউন্টারে এবং ক্রস ফায়ারে নিহত হয়েছেন ৬০ জনের ওপর মানুষ।