অ্যাকসেসিবিলিটি লিংক

তথ্য প্রযুক্তি আইনে লেখক ইমতিয়াজ মাহমুদ কারাগারে


বাংলাদেশে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা এক মামলায় আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে পুলিশ বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে। মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে জামিনের আর্জি নাকচ হয়ে যায়।

২০১৭ সালে ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে বিতর্কিত ৫৭ ধারায় মামলাটি করেন শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক বাসিন্দা। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারীদের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। যদিও তিনি তা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার লেখায় কোন উস্কানি ছিল না। ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ইমতিয়াজ মাহমুদ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার হন কবি হেনরি স্বপন। শ্রীলঙ্কার গির্জায় বোমা হামলা নিয়ে ফেসবুকে এক মন্তব্যের কারণে তাকে গ্রেপ্তার করা হয়।

এই দু’জনের মুক্তির দাবিতে বুধবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে কয়েকটি সংগঠন।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00


XS
SM
MD
LG