অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রস্তাবিত যোগাযোগ প্রযুক্তি আইন-২০১৮ নিয়ে গভীর উদ্বেগ


Dhaka, Bangladesh
Dhaka, Bangladesh

দুটো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য এক খোলা চিঠিতে প্রস্তাবিত যোগাযোগ প্রযুক্তি আইন-২০১৮ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই আইন পাস হলে বাংলাদেশের নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুন্ন হবে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

প্রস্তাবিত আইনটি বর্তমানে জাতীয় সংসদের সংসদীয় কমিটিতে রয়েছে এবং খুব শিগগিরই তা জাতীয় সংসদে পাসের জন্য উত্থাপন করা হবে। মানবাধিকার সংগঠনদুটো প্রস্তাবিত আইনকে ঢালাও, অস্পষ্ট, পছন্দমাফিক শাস্তির বিধানযুক্ত এবং আইনকে অগ্রাহ্য করে পুলিশ কর্মকর্তাদের অধিক ক্ষমতা দেয়া হয়েছে-যা বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। এদিকে, বিদ্যমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বাংলাদেশের সর্ববৃহৎ ওয়েব পোর্টাল বিডিজব .ডটকম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুককে বুধবার পূর্বাহ্নে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে কয়েকঘন্টা পরে ছেড়ে দেয়া হয়। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কার্টুন প্রকাশের অভিযোগে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতার করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

XS
SM
MD
LG