গত শনিবার দুর্বৃত্তদের হামলায় নিহত প্রকাশক ফয়সাল আরেফীন দীপন এবং গুরুতর আহত অপর এক প্রকাশক ও দু’ই ব্লগারের ওপরে হামলার ঘটনায় কোনো কূল-কিনারা করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। ঘটনার তিনদিনের মাথায় সোমবার প্রকাশক দীপনের স্ত্রী অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেছেন।
তবে দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, অতীতের ব্লগার হত্যাকান্ডসহ এ জাতীয় ঘটনায় কাউকে বিচারের আওতায় আনতে না পারার কারণে এই বিচারের প্রতি তাঁর যথেষ্ট আস্থা নেই।
গুরুতর আহত শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক ও দু’ই ব্লগারের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওদিকে, হত্যাকান্ড ও হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও অন্যান্যরা মানববন্ধন, সমাবেশ করেছেন। গণজাগরণ মঞ্চ মঙ্গলবার দেশব্যাপী আধ বেলা হরতাল আহবান করেছে।ঢাকা থেকে পাঠানো আমীর খসরুর রিপোর্ট।