অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে খুলনা টেস্ট ড্র করেছে


তামিম ইকবালের ডাবল সেঞ্চুরী আর ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে খুলনা টেস্ট ড্র করেছে। আগের ৮টি টেস্টে পাকিস্তানের সঙ্গে হারের কারনে এই ড্র তাই বাংলাদেশের জন্যে বড় অর্জন বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন সেলিম হোসেন।

please wait

No media source currently available

0:00 0:02:41 0:00
সরাসরি লিংক

ব্যাটসম্যানদের সাফল্যে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্ট ড্র করেছে বাংলাদেশ। তামিম ইকবাল করেছে ডাবল সেঞ্চুরী আর দেড়শ’ রান পার করেছে ইমরুল কায়েস। এর আগে পাকিস্তানের সঙ্গে হওয়া আটটি টেস্ট হেরেছিল বাংলাদেশ।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুইবার বৃষ্টিতে খেলা পরিত্যাক্ত হলেও দিনের খেলা ১৫ ওভার বাকি থাকার সময় ড্র মেনে নেয় দুই দল। এ সময়ে বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ৫৫৫ রান।

এই টেস্টে ২০৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তামিম ইকবাল। তার ২৭৮ বলের ইনিংসটি ছিল ১৭টি চার ও ৭টি ছক্কা সমৃদ্ধ।

XS
SM
MD
LG