অ্যাকসেসিবিলিটি লিংক

ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে উত্তাল ক্যাম্পাস


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে মিছিল-বিক্ষোভে বুধবার উত্তাল ছিল ক্যাম্পাস।

সোমবার অনুষ্ঠিত ডাকসু এবং আবাসিক হল সংসদ সমুহের নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে যে সকল ছাত্র সংগঠন ঐ দিনই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল তারা আগামী ৩ দিনের মধ্যে ডাকসু নির্বাচনের পুনঃতফসিল, ৩১শে মার্চের মধ্যে পুনঃনির্বাচন, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানিয়েছে। তাদের দাবি মানা না হলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র সংগঠনগুলো।

ডাকসুর নব নির্বাচিত সহ সভাপতি নুরুল হকসহ এসকল সংগঠনের নেতারা উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। তবে উপাচার্য তাদের পুনঃনির্বাচনের দাবি নাকচ করে দিয়ে সাংবাদিকদের বলেন যারা ক্যাম্পাসে বিশৃঙ্খলার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন ছাত্র সংগঠন বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এবং উপাচার্যের কার্যালয় ঘেরাও করে।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG