বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার ভূ-কম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া দপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে অনুভত এই ভূ-কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭।
জার্মান ভূ-কম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেডের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭২ কিলোমিটার দূরে আখাউড়ার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে এবং এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।