অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশ গ্রহণ করবে


Bangladesh Election Commission
Bangladesh Election Commission

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা আশা প্রকাশ করেছেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশ গ্রহণ করবে।

আগামি নির্বাচনকে আবাধ এবং সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দলসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভন্ন মহলের সাথে তিন মাস ব্যাপি সংলাপ শেষে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে নুরুল হুদা বলেন তথ্য উপাত্তের ভিত্তিতেই তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলিয় গনতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতা বলেছেন।

সিইসি বলেনে নির্বাচনকে প্রভাবিত করার জন্য কোন মহলের চাপকে আমলে নেবেনা নির্বাচন কমিশন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন সেনা মোতায়েনের বিষয়টি নির্বাচনের আগে বিবেচনা করা হবে।

বিভিন্ন পর্যায় থেকে আসা সুপারিশগুলো আলোচনা সাপেক্ষে গ্রহন করা হবে এবং নির্বাচন কমশনের এক্তিয়ারের বাইরের সুপারিশগুলো সরকারে বিবেচনার জন্য তাদের কাছে পাঠিয়ে দেয়া হনে বলে তিনি জানান। সংলাপের ফলে নির্বাচন সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন সিইসি।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG